is.gd এর সাহায্যে কিভাবে ওয়েব সাইটের লিংক ছোট বা পরিবর্তন করবেন ? কমপ্লিট সলুশ্যন ।
ইজ ডট জিডি লিংক (URL) ছোট বা পরিবর্তনের জন্য একটি অসাধারণ সাইট। এই সাইট ব্যবহার করে যে কোন ওয়েব সাইট বা ব্লগের লিংক ছোট বা পরিবর্তন করা যায় খুবই অল্প সময়ে। কারণ আমি এখান থেকে আমার ফেসবুকে ব্লক হওয়া ব্লগ সাইটের লিংক শর্ট করে ফেসবুকে শেয়ার করতে পেরেছি। শর্ট হওয়া লিংকটি আর ফেসবুক ব্লক করছে না। আমি এখন স্বাবাভিক ভাবেই ফেসবুকে আমার ব্লগ সাইটের লিংক শেয়ার করতে পারছি।
তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ইজ ডট জিডি ব্যবহার করে ওয়েব সাইটের লিংক ছোট বা পরিবর্তন করবেন ?
প্রথমেই আপনাকে আপনার ব্রাউজার এর URL লেখার জায়গায় ইজ ডট জিডি ( is.gd ) লিখে এন্টার প্রেস করুন বা এখানে ক্লিক করুন। এরপর আপনাকে ইজ ডট জিডি এর ওয়েব সাইটে নিয়ে যাবে। সেখানে আপনি এই রকম দেখতে পাবেন।
তারপর আপনাকে আপনার কাঙ্খিত ওয়েব সাইটের লিংক বা URL কপি করে এনে ইজ ডট জিডি এর এই বক্সে পেস্ট করতে হবে। এরপর আপনাকে “Shorten!" লেখায় ক্লিক করতে হবে।তবেই আপনার ওয়েব সাইটের বা ব্লগ সাইটের লিংক সংক্ষিপ্ত বা পরিবর্তন হবে।
এবার আপনার লিংক সংক্ষিপ্ত বা পরিবর্তন করার কাজ শেষ। এবার আপনাকে পরিবর্তিত লিংকটি কপি করে আপনার ফেসবুক বা যেখানে আপনি শেয়ার করতে চান সেখানে শেয়ার করতে পারবেন।
সমাধান দিতে পারলে সত্যিকারের সমাধান দিন।
ReplyDeleteSR NEWS BD.TV : ভাই লিংক ছোটো করার জন্য এর থেকে সহজ কোন পথ আমাদের জানা নেই। আপনি যদি এই সাইটের দেখানো নিয়ম সঠিকভাবে পালন না করতে পারেন, তাহলে তাতে আমাদের কোন দোষ নাই। আবারও বলছি, এই পোষ্টটি সম্পূর্ণ সঠিকভাবে ফলো করেন আশাকরি আপনার আগের কমেন্টগুলি পরিবর্তিত হবে। ধন্যবাদ।
Delete