কিভাবে ডাউনলোড ও ব্যবহার করবেন বিকাশ অ্যাপ!
টাকা লেনদেনের জন্য ব্রাক ব্যাংকের একটি অনন্য পরিষেবা হলো বিকাশ (Bkash)। এটির মা
ধ্যমে খুব সহজেই টাকা দিন-রাত ২৪ ঘন্টা দেশের যেকোন প্রান্তে মূহুর্তে পাঠানো বা উঠানো যায়। নিরলস প্রচেষ্টা ও নিয়মমাফিক হওয়ায় দিন দিন বাড়ছে বিকাশ-এর পরিধি। বিকাশ আজ ২ কোটিরও বেশী গ্রাহকের বৃহৎ একটি পরিবার।
বিকাশ গ্রাহকরা খুব সহজেই বিকাশ-এর মাধ্যমে টাকা পাঠানো, পেমেন্ট করে কেনাকাটা, বিদেশ থেকে প্রিয়জনের টাকা গ্রহণ করতে পারছেন। তাই বিকাশ কে আরো অধুনিক করতে অনেক অপেক্ষার পর জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ লিমিটেড মোবাইল অ্যাপ (Bkash App) উন্মুক্ত করেছে।
স্মার্টফোন এবং আইফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। বিকাশ মোবাইল অ্যাপ ব্যবহারের ফলে গ্রাহকগণ খুব সহজ এবং দ্রুত লেনদেন করতে পারবেন। এখন আর পূর্বের ন্যায় ইউএসএসডি কোড (*247#) ডায়াল করে কাজ করতে হবেনা, বিকাশ অ্যাপের মাধ্যমে মাত্র কয়েকটা ক্লিক করেই লেন-দেন করতে পারবে বিকাশ গ্রাহকরা। স্মার্টফোনে এ্যাপস সেটাপ করে বাংলা এবং ইংলিশ ভাষা ব্যবহার করতে পারবেন।
বিকাশ অ্যাপ দিয়ে সবকিছু সিম্পল! যেমন: পে বিল সার্ভিস! অ্যাপ দিয়ে বিভিন্ন ধরণের বিল বিকাশ করতে পারবেন, ঘরে বসেই, কোন চার্জ ছাড়াই! বাসার ডেসকো বিল, ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন বিলসহ গ্রামের পল্লী বিদ্যুতের বিল কিংবা ভাইয়ের কলেজের বেতন ইত্যাদিসহ সব কিছুই।
তাহলে চলুন কিভাবে বিকাশ এ্যাপ ব্যবহার করবেন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক :
এছাড়া বিকাশ সম্পর্কে আরও তথ্য জানতে বিকাশ লিমিটেডের ওয়েবসাইটে ভিজিট করুন (Bkash.com)
ধ্যমে খুব সহজেই টাকা দিন-রাত ২৪ ঘন্টা দেশের যেকোন প্রান্তে মূহুর্তে পাঠানো বা উঠানো যায়। নিরলস প্রচেষ্টা ও নিয়মমাফিক হওয়ায় দিন দিন বাড়ছে বিকাশ-এর পরিধি। বিকাশ আজ ২ কোটিরও বেশী গ্রাহকের বৃহৎ একটি পরিবার।
Bkash App |
স্মার্টফোন এবং আইফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। বিকাশ মোবাইল অ্যাপ ব্যবহারের ফলে গ্রাহকগণ খুব সহজ এবং দ্রুত লেনদেন করতে পারবেন। এখন আর পূর্বের ন্যায় ইউএসএসডি কোড (*247#) ডায়াল করে কাজ করতে হবেনা, বিকাশ অ্যাপের মাধ্যমে মাত্র কয়েকটা ক্লিক করেই লেন-দেন করতে পারবে বিকাশ গ্রাহকরা। স্মার্টফোনে এ্যাপস সেটাপ করে বাংলা এবং ইংলিশ ভাষা ব্যবহার করতে পারবেন।
বিকাশ অ্যাপ দিয়ে সবকিছু সিম্পল! যেমন: পে বিল সার্ভিস! অ্যাপ দিয়ে বিভিন্ন ধরণের বিল বিকাশ করতে পারবেন, ঘরে বসেই, কোন চার্জ ছাড়াই! বাসার ডেসকো বিল, ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন বিলসহ গ্রামের পল্লী বিদ্যুতের বিল কিংবা ভাইয়ের কলেজের বেতন ইত্যাদিসহ সব কিছুই।
তাহলে চলুন কিভাবে বিকাশ এ্যাপ ব্যবহার করবেন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক :
- বিকাশ এ্যাপ ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।
- ইন্সটল করার পর অ্যাপসটি ওপেন করুন আর মজা দেখুন।
- অ্যাপসই আপনাকে বলে দিবে কখন কি করতে হবে।
- সাধারণ নিয়মে অ্যাপসটি আপনার মোবাইলে ইন্সটল করে ফেলুন।
- এরপর বিকাশ অ্যাপ ওপেন করে শুরু করুন বাটনে ক্লিক করুন।
- এখন আপনার বিকাশ পার্সোনাল নাম্বার দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
- এবার আপানাকে নিজের বিকাশ একাউন্টের পিন (গোপন) নাম্বার দিতে হবে।
- আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে কোডটি বিকাশ অ্যাপে প্রবেশ করান।
- এবার আপনার নাম, ছবি দিয়ে দিলে বিকাশ অ্যাপ কাজ করবে।
আপনি বিকাশ অ্যাপ দিয়ে কি কি কাজ করতে পারবেন :
- নিজের ব্যালেন্স চেক করা।
- সেন্ড মানি।
- টাকা পাঠানোর জন্য ফোনে সেভ করা নাম্বার ব্যবহার।
- ক্যাশ-আউট।
- দ্রুত কাশ-আউট করার জন্য QR Code স্ক্যান।
- মোবাইল রিচার্জ (বাই ইয়ার টাইম)
- কেনাকাটার পেমেন্ট দেওয়া।
- পিন পরিবর্তন।
- শেষ দুই মাসের লেন-দেন তথ্য।
- এ ছাড়াও আরো বেশ কিছু সুবিধা পাবেন যা আপনি ব্যবহার করা আরম্ভ করলেই বুঝবেন।
thanks for your good information. its very helpful article. also bkash app apk free download for your android smartphone. check this information. if you have problem google play store install bkash app. use on their website
ReplyDelete