মোবাইল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস
Some Tips Regarding Mobile |
Some important tips regarding mobile
* মোবাইল ফোনে কথা বলার সময় বাম কানে কথা বলার চেষ্টা করুন।
* মোবাইলে কখনো চার্জরত অবস্থায় কথা বলবেন না।
* মোবাইলে কখনো চার্জরত অবস্থায় কথা বলবেন না।
এ সময় প্রচুর মগোর্হাটজ উত্তপন্ন হয়।
* মোবাইল চার্জে রেখেে অডিও কিংবা ভিডিও গান শুনা বা দেখা থেকে বিরত থাকুন। কারণ এতে মোবাইলের ব্যাটাররি উপর প্রচুর চাপ সৃষ্টি হয়।
* সপ্তাহে অন্তত একবার মোবাইলের ব্যাটারির সর্ম্পূন চার্জ শেষ করুন।
* মোবাইলে একাধারে অতিরিক্ত কথা বলবেন না। কারন এতে মস্তিস্কের উপর প্রচুর চাপ পড়ে।
* রাতে ঘুমাবার সময় বালিশের নিচে মোবাইল ফোন রেখে কখনো ঘুমাবেন না।
* মোবাইল ফোন একটানা ৬ ঘন্টার বেশী প্যান্টের পকেটে রাখবেন না,
ভবষ্যিৎ এ আপনি আপনার প্রজনন ক্ষমতা হারাতে পারেন।
মোবাইল Charge দেওয়ার সময় কি কি করবেন না:
চার্জ দেওয়ার সময় কি কি করবেন না |
❐ ফোন কখনোই charge দেওয়ার সময় use করবেন না ।
❐ Battery saver use করার জন্য আমি suggest করব যে "DU battery saver pro" use করতে ।
❐ একটার বেশি antivirus বা battery saver use করবেন না, এতে আপনার ফোন slow হতে পারে।
❐ সারা রাত ফোন Charge এ রাখবেন না।
❐ 100% হওয়ার সাথে সাথেই charger খুলে রাখবেন ।
❐ ২০-২৫% এর পরে battery use না করে charge এ দেন।
❐ live wallpaper‚ vibration, auto brightness, phone lock এগুলো কম use করুন।
❐ ফোন use করার পর clean master বা cleaner জাতীয় app use Kore charge এ দেন।
❐ airplain mode on থাকলে charge তারাতারি হয়ে যাবে।
❐ charger খুলার আগে প্রথমে soket থেকে খুলবেন।
No comments:
Post a Comment