Mobile Servicing & Sales Accessoris

Brothers Computer

Search WEB

Tuesday, July 23, 2019

How To Unlock SmartPhone Pattern Or Password Lock

কিভাবে খুলবেন আপনার স্মার্ট ফোনের প্যাটার্ন লক !



অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোনে ব্যক্তিগত ছবি, ভিডিও, ফেসবুক, ইমেলসহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলোর নিরাপত্তার জন্য আমরা ফোনে বিভিন্ন অ্যাপস ও ডিফল্ড সিকিউড সিস্টেম ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম হচ্ছে Pattern Lock / Password Lock।
How To Unlock SmartPhone Pattern Or Password Lock
Pattern Lock / Password Lock সহজে কেউ ভাঙতে পারে না। তবে কয়েকবার ভুল Pattern দিলে পুরোপুরি লক হয়ে যায় স্মার্টফোনটি। যা ঠিক করার জন্য ব্যবহারকারীকে গুনতে হয় বেশ কিছু অর্থ। তবে Pattern/ Password ভুলে গেলে বা ডিভাইস লক হয়ে গেলে কিছু নিয়ম অনুসরণ করে আপনি ঘরে বসেই খুলতে পারবেন।

প্যাটার্ন লক খোলার উপায় :

* আপনার ব্যবহৃত স্মার্টফোনে ইন্টারনেট (ডাটা বা ওয়াই ফাই) কানেকশন থাকতে হবে।


*এবার প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন।

*এরপর একটি অপশন আসবে, ‘Forgot Pattern?’ এটাতে ট্যাপ করুণ।

*ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে।

*ঠিকঠিক মতো ইনপুট করুণ।

*সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে।

*নতুন প্যাটার্ন একটিভ করুণ।

অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ই-মেইল আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক খোলার একটাই উপায় থাকে ডিভাইসটিতে Hard Reset দিতে হবে।

How To Do Hard Reset / Factory Restore:

How To Unlock SmartPhone Pattern Or Password Lock
How To Unlock SmartPhone Pattern Or Password Lock
*প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন।

*একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।

*এবার অ্যান্ড্রয়েড ‘রিকভারি মেনু’ আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।

*এরপর 'নো' এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।

*মনে রাখবেন Hard Reset / Factory Reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।

*'Factory Reset' সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।

See Video For Smart Phone Hard Reset


(বি. দ্র. মনে রাখতে হবে বিভিন্ন ফোন কোম্পানির স্মার্টফোনের 'রিকভারি মেনুতে' যাওয়ার জন্যে উপরে বর্ণিত বাটনগুলো কাজ নাও হতে পারে। তবে অধিকাংশ স্মার্ট ফোনেই এটি কাজ করবে।)

No comments:

Post a Comment

Google Search

Xiaomi Mi 9 Pro 5G Stock Rom | Flash File

On This Site, you will find the official link for  Xiaomi  Mi 9 Pro 5G Stock    Firmware ROM ( flash file ) for   download .  Xiaomi Mi...