বর্তমান সময়ে মোবাইল আমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মোবাইল ফোন ছাড়া আমাদের যেন এক মূহুর্তও চলেনা। তো এই মোবাইলের একটি গুরুত্বপূর্ণ অংশের নাম সিম কার্ড। যার সাহায্যে আমরা সবাইকে কল করতে পারি বা ইন্টারনেট ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন কোম্পানীর সিমকার্ড ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় একের অধিকও সিমকার্ড আমাদের কাছে থাকে। এই অধিক সিমকার্ডের জন্য আমরা সিমকার্ডের অনেক কোড মনে রাখতে পারি না। তাই আপনার সিমকার্ডটির ব্যবহার সহজ করার জন্য আমি "Tips on sim card" নামে একটি পোস্ট তৈরি করেছি। আশাকরি এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন।
মোবাইল ফোনের সিম সম্পর্কিত প্রয়োজনীয় টিপসঃ-
আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে জানতে ডায়াল করুনঃ
*16001#
✒️ভুলে যাওয়া সিমের নাম্বার জানার জন্য এই কোডগুলি ডায়াল করুন ঃ-
🔰গ্রামীণফোনঃ *2#🔰রবিঃ *140*2*4#
🔰বাংলালিঙ্কঃ *511#
🔰টেলিটকঃ *551#
🔰এয়ারটেলঃ*2#
✒️ইমারজেন্সী ব্যালেন্স এর জন্য এই কোড গুলি ডায়াল করুন ঃ-
🔰গ্রামীণফোনঃ *1010*1#🔰রবিঃ *8811*1#
🔰বাংলালিঙ্কঃ *874#
🔰টেলিটকঃ *1122#
🔰এয়ারটেলঃ *141*10#
✒ইন্টারনেট ব্যালেন্স চেক করতে এই কোড গুলি ডায়াল করুনঃ-
🔰গ্রামীণফোনঃ *566*10#, *566*13# , *567#🔰রবিঃ *8444*88#, *222*81#
🔰বাংলালিঙ্কঃ*124*5#, *222*3#
🔰টেলিটকঃ *152#
🔰এয়ারটেলঃ *778*39#, *778*4#
✒মোবাইল ব্যালেন্স জানতে এই কোডগুলি ডায়াল করুন ঃ-
🔰গ্রামীণফোনঃ *566#🔰রবিঃ *222#
🔰বাংলালিঙ্কঃ *124#
🔰টেলিটকঃ *152#
🔰এয়ারটেলঃ *778#
✒কাস্টমার কেয়ার এ যোগাযোগ করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করুন ঃ-
🔰গ্রামীণফোনঃ 121, 01711594594🔰রবিঃ 123, 88 01819 400400
🔰বাংলালিঙ্কঃ 121
🔰টেলিটকঃ 121, 01500121121-9
🔰এয়ারটেলঃ 786, 016 78600786
✒প্যাকেজ চেক করতে এই কোডগুলি ডায়াল করুন ঃ-
🔰গ্রামীণফোনঃ *111*7*2#🔰রবিঃ *140*14#
🔰বাংলালিঙ্কঃ *125#
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *121*8#
✒️অফার চেক করতে এই কোডগুলি ডায়াল করুন ঃ-
🔰গ্রামীণফোনঃ *444*1*2#🔰রবিঃ *999#
🔰বাংলালিঙ্কঃ *7323#
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *222*1#
See Also:-
nice post. Thanks
ReplyDelete